Wellcome to National Portal
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৮

প্রকল্প

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পরিকল্পনাঃ

 

কেন্দ্রটির প্রশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে “কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র জোরদারকরণ ‍ও আধুনিকায়ন” শীর্ষক প্রকল্প প্রস্তাবনা (DPP) প্রেরণ করা হয়েছে। প্রস্তাবিত ডিপিপি পরিকল্পনা কমিশনে অনুমোদন প্রক্রিয়াধীন আছে। প্রস্তাবিত প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ঃ ৩৯১৩.৪৭ লক্ষ টাকা । প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত কার্যক্রম বাস্তবায়ন করা হবেঃ

 

  •  

কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

  •  

প্রশিক্ষণের আধুনিক সুযোগ সৃষ্টি করা।

  •  

বিনোদনমূলক কর্মকান্ডের সুযোগ সৃষ্টির মাধ্যমে প্রশিক্ষণকে আকর্ষণীয় করা।

  •  

আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা।

  •  

কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশ ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

  •  

কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি আন্তর্জাতিক মানের হোস্টেল নির্মাণ ও বিভিন্ন পর্যায়ের নতুনপদ সৃজনসহ একটি জিমনেসিয়াম নির্মাণ।

  •  

যুগোপযোগী একটি অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ।

  •  

এপ্রোচ রোড ও বিভিন্ন ভবনের সাথে করিডোর নির্মাণ।

  •  

বাউন্ডারী ওয়ালের সংস্কার ও উর্ধ্বমূখী সম্প্রসারণ (Vertical Expansion)।

 

কেন্দ্রের অবকাঠামো সম্প্রসারণ এবং আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে এর সক্ষমতা বৃদ্ধি করা হলে প্রয়োজনে অন্যান্য সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও এই কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে।